প্রতিষ্ঠানের ইতিহাস

ডি,পি,জি মাধ্যমিক বালিকা বিদ্যালয়টি ১৯৯৯ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত। বিদ্যালয়টি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলাধীন ০৯ নং যাদবপুর ইউনিয়ন এর ধান্যহাড়িয়া গ্রামের অত্যন্ত মনোরম নিরিবিলি প্রাকৃতিক পরিবেশে অবস্থিত। প্রতিষ্ঠার পর থেকে অদ্যাবধি বিদ্যালয়টি, অত্র এলাকার পিছিয়ে পড়া নারী সমাজকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানের শিক্ষকগণ ও এলাকার মানুষের আন্তরিক প্রচেষ্টায় বিদ্যালয়টি একটি ব্যতিক্রমধর্মী প্রতিষ্ঠান হিসেবে সু-পরিচিত।প্রতিবছর পাবলিক পরীক্ষায় অত্র প্রতিষ্ঠান হতে অংশ নেওয়া শিক্ষার্থীরা কৃতিত্বের সাথে পাশ করে বিদ্যালয়ের সুনাম অক্ষুন্ন রাখছে। শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে বিদ্যালয়ের সংক্ষিপ্ত নাম পরির্বতন করে বর্তমানে ধান্যহাড়িয়া পোড়াদাহ গয়েশপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় করা হয়েছে।

গ্রামীণ জনপদে যে সকল মহৎ ব্যক্তিবর্গ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছেন আমরা তাদের কাছে চিরকৃতজ্ঞ।